আজকের শিরোনাম :

বগুড়া- নগরবাড়ী মহাসড়কে থেমে থেমে যানজট দূর্ভোগে যাত্রীরা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০১৯, ২১:০৪

বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ও ঘুড়কা বাজার এলাকায় প্রায় ১২ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। থেমে থেমে এ যানজটে দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রী সাধারণ।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, বৃহস্পতিবার সকালে ওই মহাসড়কের উল্লেখিত এলাকায় এ যানজটের সৃষ্টি হয়। এ যানজট হাটিকুমরুল ভুইয়াগাতী হয়ে পাঁচলিয়া বাজার পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকা জুড়ে এই যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে রায়গঞ্জের সাহেবগঞ্জ বাজার এলাকায় সকালে ২ ট্রাকের সংঘর্রে ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও দুর্ঘটনার কারণে রাস্তায় এই যানজটের সৃষ্টি হয়।

এদিকে ঘুড়কা বাজার এলাকায় মহাসড়কের একটি লেন বন্ধ করে রাস্তা সংস্কার কাজ চলমান থাকায় এই যানজটের তীব্রতা বাড়তে থাকে। মাঝে মাঝে যান চলাচল ধীরগতিতে থাকলেও বেশিরভাগ সময় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকছে গাড়িগুলো। বিকেল ৩ টা পর্যন্ত যানজট কিছুটা হ্রাস পেলেও বিকেল ৫ টার পর থেকে থেমে থেমে এই যানজট সৃষ্টি হচ্ছে। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

এবিএন/এস,এম তফিজ উদ্দিন/জসিম/রাজ্জাক

 

এই বিভাগের আরো সংবাদ