আজকের শিরোনাম :

রাজবাড়ীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০১৯, ১৪:৫৬

রাজবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (১য় রাউন্ড) ২২ জুন ২০১৯ উপলক্ষে জেলা জেলা পর্যায়ে সাংবাদিকদের ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২০ জুন বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় রাজবাড়ী সিভিল সার্জন সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিভিল সার্জন ডা. মো. মাহফুজুর রহমান সরকার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি খান মো. জহুরুল হক, সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, রাজবাড়ী সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার রবিউল ইসলাম, কবির হোসেন, শেখ মামুন প্রমূখ।

স্থায়ী ৫টি অস্থায়ী ৫০টি। ৬ মাসের কম বয়সী শিশুকে খাওয়ানো যাবে না।

স্থায়ী টিকাদান কেন্দ্র ৫টি, অস্থায়ী টিকাদান কেন্দ্র পৌরসভাসহ ১০৬৩টি, অতিরিক্ত কেন্দ্রের সংখ্যা ৬টি সর্বমোট কেন্দ্রের সংখ্যা ১০৭৪টি।

মোট লোক সংখ্যা ১১,৬৭৫১৬ জন, ৬--১১ মাস শিশুর সংখ্যা--১৪,৩৭৫ জন, ১২--৫৯ মাস শিশুর সংখ্যা- ১,১৩,৩২৭ জন। শিক্ষকসহ স্বেচ্ছা সেবকের সংখ্যা ২১৪৮ জন, সরকারি স্বাস্থ্য ও প. প. বিভাগের কর্মীর সংখ্যা ৩৯৩ জন, প্রথম সারির সুপারভাইজার ১২৮ জন, দ্বিতীয় সারির সুপারভাইজার ৪২ জন। 

টিকাদান কেন্দ্র সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে।।

এবিএন/খন্দকার রবিউল ইসলাম/গালিব/জসিম 
 

এই বিভাগের আরো সংবাদ