আজকের শিরোনাম :

ফরিদপুরে আঞ্চলিক রিভিউ কর্মশালা অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০১৯, ১৩:০২

ফরিদপুরে ২০১৮-১৯ অর্থ বছরের সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় আঞ্চলিক রিভিউ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের আয়োজনে আজ বৃহস্পতিবার সকালে উপ-পরিচালকের হল রুমে দিনব্যাপী আঞ্চলিক রিভিউ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ির পরিচালক, পরিকল্পনা, বাস্তবায়ন ও আইসিটি উইং কৃষিবিদ মো. নুরুল হক।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক ,পার্থ প্রতিম সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ কাজী আব্দুল মান্নান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ সমীর কুমার গোস্বামী, প্রকল্প পরিচালক কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ (১ম সংশোধিত) প্রকল্পের মহাম্মদ মাইদুর রহমান।

দিনব্যাপী আঞ্চলিক রিভিউ কর্মশালায় খুলনা অঞ্চল অতিরিক্ত পরিচালক, উপ-পরিচালক, এআইএস যশোর অঞ্চল অতিরিক্ত পরিচালক, উপ-পরিচালক, বাগেরহাট জেলার উপ-পরিচালক, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, অতিরিক্ত উপ-পরিচালক, মাগুরা জেলার উপ-পরিচালক, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, অতিরিক্ত উপ-পরিচালক, রাজবাড়ী জেলার উপ-পরিচালক, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, অতিরিক্ত উপ-পরিচালক, উপজেলা কৃষি অফিসার, উপ-সহকারী কৃষি অফিসার, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার, কৃষক, মাদারীপুর জেলার উপ-পরিচালক, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, অতিরিক্ত উপ-পরিচালক, উপজেলা কৃষি অফিসার, উপ-সহকারী কৃষি অফিসার, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার, কৃষক, গোপালগঞ্জ জেলার উপ-পরিচালক, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, অতিরিক্ত উপ-পরিচালক, উপজেলা কৃষি অফিসার, উপ-সহকারী কৃষি অফিসার, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার, কৃষক, বিনা উপ-পরিচালক গোপালগঞ্জ, শরীয়াতপুর জেলার উপ-পরিচালক, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, অতিরিক্ত উপ-পরিচালক, উপজেলা কৃষি অফিসার, উপ-সহকারী কৃষি অফিসার, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার, কৃষক, ও অধ্যক্ষ এটিআই ফরিদপুর, উপ-পরিচালক হর্টিকালচার সেন্টার ফরিদপুর, বারি ব্রি, এসসিএ, বিএডিসি ফরিদপুর, ফরিদপুর জেলার উপ-পরিচালক, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, অতিরিক্ত উপ-পরিচালক, উপজেলা কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার, উপ-সহকারী কৃষি অফিসার, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার, কৃষক অংশ গ্রহণ করেন। 

এবিএন/কে এম রুবেল/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ