আজকের শিরোনাম :

বরাইগ্রামে সোহেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০১৯, ১৫:৪৯ | আপডেট : ১৯ জুন ২০১৯, ১৫:৫৪

নাটোরের বরাইগ্রাম উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল রানা মামলার বিচারের দাবিতে মানববন্ধন করেছে উপজেলা ও বনপাড়া পৌর ছাত্রলীগ। 

আজ বুধবার সকাল ১১টায় বনপাড়া পৌর গেটে নাটোর-পাবনা মহাসড়কে প্রায় ১ ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তৃতা করেন বনপাড়া পৌর আওয়ামী লীগ সভাপতি ও মেয়র কেএম জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, মোয়াজ্জেম হোসেন বাবলু. জিল্লুর হোসেন জিন্নাহ, বর্তমান সভাপতি সাহাবুল ইসলাম, সাধারণ সম্পাদক মানিক রায়হান, বনপাড়া পৌর সভাপতি সাকিব সোনার, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম পিয়াস, নিহতের বাবা খলিলুর রহমান প্রামাণিক প্রমূখ। 

এ সময় বক্তারা অবিলম্বে এজাহার নামীয় আসামিদের গ্রেফতারের দাবি জানান।


বরাইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস জানান অচিরেই সোহেল হত্যা মামলায় দোষীদের গ্রেফতার করা হবে। এজাহারে নাম থাকলেও যদি তদন্তে দোষী না হয় তাদের গ্রেফতার করা হবে না।

গত ২ জুন ঈদ মাঠের চাঁদা তোলা নিয়ে বিরোধে প্রতিপক্ষের হাতুরি পেটায় ছাত্রলীগ নেতা সোহেল রানা খুন হন। 

এ ঘটনায় ৩ জুন সোহেল রানার পিতা খলিলুর রহমান প্রামাণিক বাদী হয়ে ৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। 

মামলা দায়ের ১৭ দিন পেরিয়ে গেলেও এখনো কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এবিএন/আশরাফুল ইসলাম/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ