আজকের শিরোনাম :

ফরিদপুরে জোড়া খুনের মামলায় ১৩ জনের যাবজ্জীবন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০১৯, ১৫:২২

ফরিদপুরের সালথা উপজেলার নটখোলা গ্রামে গঞ্জর খাঁ ও মোসা মোল্লা নামে দুই ব্যক্তিকে খুনের ঘটনায় ১৩ জনকে যাবজ্জীবন সাজা প্রধান করেছে ফরিদপুরের বিশেষ জজ আদালতের বিচারক।   

আজ বুধবার দুপুরে বিশেষ জজ আদালতের বিচারক মো. মতিয়ার রহমান এ আদেশ দেন। রায় ঘোষণার সময় যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের মধ্যে ১১ জন আসামি আদালতে হাজির ছিলেন। বাকি দুজন আসামি পলাতক রয়েছে।   

রায়ের ব্যাপারে ফরিদপুর বিশেষ জজ আদালতের পিপি অ্যাড. গোলাম রব্বানী বাবু মৃধা জানান গত ২০০৩ সালের ২৩ ডিসেম্বর সকাল সাড়ে ৭টায় সালথা উপজেলার নটখোলা গ্রামে পিয়াজের দানাকে কেন্দ্র করে একটি শালিশ বসে। সে সময় কথাকাটাকাটির এক পর্যায়ে আসামি পক্ষ গঞ্জর খাঁ ও মোসা মোল্লাকে কুপিয়ে হত্যা করে। পরে আলাল মিনা বাদী হয়ে মোট ২৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে সালথা থানায়। 

আসামিদের মধ্যে ১৩ জনের যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে আদালত। বাকি ১৪ আসামিকে বেকুসর খালাস প্রদান করে। 

তিনি বলেন আমরা সরকারি পক্ষ এ রায়ে খুশি হয়েছি।      

এবিএন/কে এম রুবেল/গালিব/জসিম

 
 

এই বিভাগের আরো সংবাদ