আজকের শিরোনাম :

জামালগঞ্জে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০১৯, ১৪:২৯

স্থগিত হওয়া পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের জামালগঞ্জে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউসুফ আল আজাদ বিজয়ী হয়েছেন। 

গতকাল মঙ্গলবার (১৮ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার ৬টি ইউনিয়নের ৪৬টি কেন্দ্রে ভোট গ্রহণে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউসুফ আল আজাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম শামীমকে ২ হাজার ৬ শত ২৭ ভোটের ব্যবধানে হারিয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। 

প্রাপ্ত ভোটের মধ্যে ইউসুফ আল আজাদ নৌকা প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৮৯৭ ভোট ও বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম শামীম মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ২৭৮ ভোট।

অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজয়ী হয়েছেন গোলাম জিলানী আফিন্দী রাজু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আকবর হোসেনকে ২৯ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। তালা প্রতীকে গোলাম জিলানী আফিন্দী (রাজু) পেয়েছেন ১৬ হাজার ৪১২ ভোট এবং মাইক প্রতীকে আকবর হোসেন পেয়েছেন ১৬ হাজার ৩৮৩ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বীণা রানী তালুকদার। পদ্মফুল প্রতীকে তিনি পেয়েছেন ১৭ হাজার ৩০৪ ভোট। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাফিজা আক্তার (দীপু) ফুটবল প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৫৬৮ ভোট।

আজচ বুধবার দিবাগত রাত ১.৩০ মিনিটে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা প্রিয়াংকা পাল।

গত ১০ মার্চ অন্যান্য উপজেলার সাথে নির্বাচন হওয়ার কথা থাকলেও নির্বাচনে প্রার্থীদের আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ থাকায় জামালগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করেন বাংলাদেশ নির্বাচন কমিশন।

এবিএন/অরুন চক্রবর্তী/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ