আজকের শিরোনাম :

দুর্গাপুরে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০১৯, ২২:২৭

জেলার দুর্গাপুরে জেন্ডার সমতাভিত্তিক সমাজ বিনির্মানে নারী-পুরুষদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম অবহিত ও গতিশীলতার লক্ষে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে সোমবার।

উপজেলা সমাজসেবা দপ্তরের আয়োজনে বিআরডিবি মিলনায়তনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ৩০ জন প্রশিক্ষনার্থীদের নিয়ে ৩ দিনব্যপি প্রশিক্ষন সমাপনি দিনে আলোচনায় অংশ নেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, প্রানী সম্পদ কর্মকর্তা আব্দুল গফুর, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, ডা. বিপ্লব রায়, বিআরডিবি কর্মকর্তা আব্দুল গফুর, সাব-ইন্সপেক্টও মাহবুব আলম প্রমুখ।  

বর্তমান সরকার সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে নানা সুযোগ সুবিধা প্রদান করছেন। দেশের সুষম উন্নয়নে নারীদের অংশ গ্রহণ আজ দৃশ্যমান। জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি ও উন্নয়ন নিয়ে কাজ করছে বিধায় দেশ আজ উন্নত দেশের তালিকায় রয়েছে। প্রশিক্ষনার্থীদের সমাজ গঠনে কাজ করার আহবান জানান।   

এবিএন/তোবারক হোসেন খোকন/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ