আজকের শিরোনাম :

গোবিন্দগঞ্জে অর্ধলক্ষ টাকার বিশাল পাকুড় গাছ নাম মাত্র টাকায় বিক্রি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০১৯, ২২:২৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রায় অর্ধলক্ষ টাকার বিশাল পাকুড় গাছ নাম মাত্র টাকায় বিক্রির অভিযোগ উঠেছে।  সরেজমিনে গিয়ে দেখা যায়,রাজা বিরাট-জয়পুর হাট জেলা পরিষদের সড়কটির বিরাট বাজারের উপর দিয়ে প্রবাহিত।  রাস্তার উপর বিশাল আকারের একটি পাকুড় গাছ যাহার আনুমানিক মূল্য প্রায় অর্ধলক্ষাধিক টাকার গাছটি মাত্র পনের হাজার টাকায় বিক্রি করেছেন।

উপস্থিত লোকজন জানিয়েছেন,গাছটি রাস্তার উপর অথচ বিশাল আকারের পাকুড় গাছটি মদন মোহন মন্দির বলে অর্ধলক্ষ টাকার গাছটি মাত্র ১৫হাজার টাকায় বিক্রি করেছেন।

এ ব্যাপারে মদন মোহন মন্দিরের সেবায়িত দীলিপ বাবু ও সদস্য কমলেশ চন্দ্র বর্মণ জানান,গাছটি মন্দিরের বলে তারা বিক্রি করেছেন।
এ দিকে পাকুর গাছটি বিক্রির ব্যাপারে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিকট জানতে চাইলে তিনি কিছু জানেন না তবে বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন।  গাছটি কর্তনের ব্যাপারে এলাকার জনমনে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

এবিএন/তাজুল ইসলাম প্রধান/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ