আজকের শিরোনাম :

জামালগঞ্জে উপজেলা নির্বাচন শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০১৯, ১৩:২০

শান্তিপূর্ণ পরিবেশে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। 

আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে উপজেলার ৪৬টি ভোট কেন্দ্রে একযাগে ভোট গ্রহণ শুরু হয়। আবহাওয়া কিছুটা খারাপ থাকায় শুরুর দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও দিন বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বাড়ছে। 

নির্বাচনে আ. লীগের প্রার্থী ইউসুফ আল আজাদ উপজেলার হাজি কালাগাজি সরকারি প্রাথমিক ভোট কেন্দ্রে এবং আ. লীগের প্রার্থী বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম শামীমও একই কেন্দ্রে ভোট দেন। পরে তারা উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। 

জামালগঞ্জ উপজেলায় মোট ভোটার ১ লাখ ১২ হাজার ৭২২ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ৫৬৪৬২ জন এবং মহিলা ৫৬২৬০জন। 

নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলার জামালগঞ্জ সদর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার মো. আজিজুল বলেন কেন্দ্রে ৪ হাজার ৮১০ জন ভোটার আছে, ভোট শুরু হয়েছে, আশা করছি দিন বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারও উপস্থিতিও বাড়বে।

এবিএন/অরুন চক্রবর্তী/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ