আজকের শিরোনাম :

রাত পোহালেই শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাচন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০১৯, ২০:৫২

রাত পোহালেই শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাচন। আগামীকাল ১৮ জুন প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাচন। নির্বাচনকে ঘিরে এতদিন ছিলো জমজমাট প্রচারণা। পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে পুরো নির্বাচনি এলাকা। নির্ধারিত সময়ে মাইকিং, উঠান বৈঠক, পাড়া মহল্লায় চলছে সমাবেশ ও শ্লোগানে মুখরিত ছিলো এলাকা। মত বিনিময় সভা, ঘরোয়া সমাবেশ, লিফলেট বিতরণে ব্যস্ত ছিলেন প্রার্থী,কর্মী সমর্থকরা। প্রচারণায় পিছিয়ে নেই মহিলারাও। রোববার রাত ১২টা পর্যন্ত প্রচারণার শেষ সময়। কে হচ্ছেন ইতিহাসের সাক্ষী এ নিয়ে চলছে জল্পনা কল্পনা।

উৎসবের আমেজ বিরাজ করছে শায়েস্তাগঞ্জে। ৩টি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলার নির্বাচনে চেয়ারম্যান পদে ৩, ভাইস-চেয়ারম্যান পদে ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ মনোনীত আব্দুর রশিদ তালুকদার ইকবাল (নৌকা), শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের একাধিকবার  নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলী আহমেদ খান (ঘোড়া) এবং নুরপুর ইউনিয়নের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান ও শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল (আনারস)। ভোটের মাঠে উপরোক্ত ৩ প্রার্থীই সমানভাবে শক্তিশালী। তাছাড়া ব্যক্তিগত পরিচিতি রয়েছে সকলের কাছে।

ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচন করছেন বিএনপি নেতা সৈয়দ তানবীর আহমেদ জুয়েল (চশমা), আওয়ামী লীগ নেতা বদরুল আলম দিপন (টিউবওয়েল), খন্দকার শফিক মিয়া সরদার (তালা), সাবেক ছাত্রলীগ নেতা গাজিউর রহমান ইমরান (মাইক) ও মোঃ আব্দুল মতিন মাস্টার (বই)। এ ছাড়াও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে লড়ছেন আওয়ামী লীগ নেত্রী সাবেরা সুলতানা হ্যাপী (কলস), মমতাজ ইদ্রিস ডলি (প্রজাপতি), রুবিনা আক্তার (ফুটবল), পারভিন আক্তার (হাঁস) ও মুক্তা আক্তার (পদ্মফুল)।  অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৯ নভেম্বর হবিগঞ্জে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শায়েস্তাগঞ্জকে উপজেলা ঘোষণা দেন। ২০১৭ সালের ২০ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিকারের সভায় এ প্রস্তাব অনুমোদন পায়। প্রায় দেড় লক্ষাধিক অধিবাসীর শায়েস্তাগঞ্জের আয়তন ৩৯ বর্গকিলোমিটার। ভোটার ৪৫ হাজার ৬৪১জন।

এবিএন/নুরুজ্জামান ভূইয়া/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ