আজকের শিরোনাম :

চিলমারীতে ইভটিজিংয়ের অভিযোগে যুবকের কারাদন্ড

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০১৯, ১৬:০৯

কুড়িগ্রামের চিলমারীতে ইভটিজিং এর অভিযোগে ১ যুবকের ২ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

জানা গেছে, চিলমারী উপজেলা মুদাফৎথানা সরকারপাড়া গ্রামের মমিনুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল মামুন চিলমারী সিনিয়র মাদ্রাসার এক নারী শিক্ষার্থীকে প্রায়শই উত্যক্ত করত। 

ঘটনাটি পারিবারিকভাবে এবং মাদ্রাসার পক্ষ থেকে আব্দুল্লাহ আল মামুনের পরিবারকে জানানো হলে সে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে।

গতকাল রবিবার সকালে রাস্তায় ওই শিক্ষার্থীকে উত্যক্ত করলে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা আব্দুল্লাহ আল মামুনকে আটক করে থানায় খবর দিলে চিলমারী থানা পুলিশ ওই যুবককে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। 

বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. শামসুজ্জোহা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় আটককৃত যুবককে ২ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন।

এবিএন/গোলাম মাহবুব/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ