আজকের শিরোনাম :

সুনামগঞ্জে পরিবহন মালিকের ডাকা হরতালের প্রতিবাদে মানববন্ধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০১৯, ১৫:৫৫

সুনামগঞ্জ-সিলেট সড়কে উন্নত বাস সার্ভিস চালু করা, বিআরটিসি বাস বন্ধের দাবিতে পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা অনৈতিক হরতাল প্রত্যাহার করা, বিআরটিসি বাসের সংখ্যা বৃদ্ধি করা, চলমান গাড়ির ভাড়া কমানো, বাস টার্মিনালে যাত্রী ছাউনি নির্মাণসহ বিভিন্ন দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

আজ সোমবার দুপুরে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় এ কর্মসূচির আয়োজন করে সুনামগঞ্জ যাত্রী কল্যাণ পরিষদ। 

সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা আবু সফিয়ানের সভাপতিত্বে ও সাংবাদিক শহীদ নুর আহমদের পরিচালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. চাঁন মিয়া, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ স¤পাদক দেওয়ার ইমদাদ রেজা চৌধুরী, ক্রীড়া সংগঠক পারভেজ আহমেদ চৌধুরী, লেখক সুখেন্দু সেন, সাদত পুরকায়স্থ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়ার নুরুল ইসলাম বজলু, শিক্ষাবিদ অধ্যক্ষ রফিউল ইসলাম, আ. লীগ নেতা বিজয় তালুকদার বিজু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ স¤পাদক জুবের আহমদ অপু, স্বেচ্ছাসেবী সংগঠক সেবকের সাধারণ স¤পাদক মুজাহিদুল ইসলাম মজনু, হাওর বাঁচাও আন্দোলনের নেতা মাছুম হেলাল, এমরানুল হক চৌধুরী, কুদরত পাশা, ছাত্র নেতা নাসিম চৌধুরী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ-সভাপতি অ্যাড. গোলাম আরিফ, সুনামগঞ্জ যাত্রী কল্যাণ পরিষদের সদস্য সচিব মাহমুদুর রহমান তারেক, যুগ্ম সদস্য সচিব আবু তালহা, যুগ্ম আহবায়ক নাজমুল হক কিরণ রহমতুল করিম মানিক, মো. মনসুরুল হক প্রমূখ। 

সমাবেশে বক্তরা বলেন পরিবহন শ্রমিক সাধারণ যাত্রীদের জিম্মি করে অনৈতিক পরিবহন ধর্মঘট ডেকেছে। বিআরটিসি বাস বন্ধের দাবিতে পরিবহন মালিক-শ্রমিকদের বার বার ডাকা ধর্মঘটের কারণে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন। যদি ধর্মঘট প্রত্যাহার করা না হয় পরবর্তী  সুনামগঞ্জ-সিলেট সড়কের প্রতিটি পয়েন্টে সমাবেশ করা হবে।

এবিএন/অরুন চক্রবর্তী/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ