আজকের শিরোনাম :

ফরিদপুরে গ্রাম আদালতের কার্যক্রম অগ্রগতি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০১৯, ১৪:৫৩

ফরিদপুরে জেলা পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

জেলা প্রশাসনের আয়োজনে আজ সোমবার সকালে ফরিদপুর সার্কিট হাউজ মিলনায়তনে দিনব্যাপী এ সমন্বয় সভার উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া।

স্থানীয় সরকার ফরিদপুরের উপ-পরিচালক মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মো. সালাহউদ্দিন, সদর উপজেলার চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক মোল্যা, বোয়ালমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের ডিষ্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মো. আমিরুল ইসলাম খান, রাশেদুল হক মিল্টন প্রমূখ।
জেলা পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক বার্ষিক সমন্বয় সভায় ফরিদপুর জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গ্রাম আদালতের কর্মকর্তাগণ অংশ গ্রহণ করেন।

এবিএন/কে এম রুবেল/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ