আজকের শিরোনাম :

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের প্রতিবাদে রংপুর প্রেসক্লাবে মানববন্ধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০১৯, ১৩:৪৪

গতকাল সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট রংপুর জেলা শাখার উদ্যেগে ২য় ধাপে অনুষ্ঠিত প্রাথমিক সহকারী  শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের প্রতিবাদে রংপুর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ করেছে।

জেলা সভাপতি রোকনুজ্জামান রোকন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবু রায়হান বকসির পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা শাখার সংগঠক নিরঞ্জন রায়,সাজু রায়, কারমাইকেল কলেজ শাখার আহ্বায়ক অসীমা রায় লিপি,ভুক্তভোগী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, বাদশা রহমান,সিরাজ মিয়া,রাহুল খান,জীবন রায় প্রমূখ।

 নেতৃবৃন্দ বলেন, গত ৩১ তারিখে অনুষ্ঠিত রংপুর বিভাগে বিভিন্ন জেলায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনা ঘটেছে। প্রশাসন বিভিন্ন জেলায় ৪৫ জনকে প্রশ্নফাঁসের দায়ে গ্রেফতার করেছে। প্রশ্নফাঁসের প্রমাণ পাওয়া সত্বেও প্রশাসন নিরব ভুমিকা পালন করছে। প্রাথমিক শিক্ষা হল গোটা শিক্ষা ব্যবস্থার ভিত্তি। সরকার সেই ভিত্তিকে অকেজো করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। নেতৃবৃন্দ ২য় ধাপের পরীক্ষা বাতিল করে পূন: পরীক্ষার তারিখ ঘোষণা ও প্রশ্নফাঁসের সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।
 

এবিএন/লিপি রায়/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ