আজকের শিরোনাম :

সিরাজগঞ্জে বৈদেশিক কর্মসংস্থানের সচেতনতা শীর্ষক সেমিনার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০১৯, ২০:০৭

“জেনে বুঝে বিদেশ যাই, মান সম্মান দুটোই পাই”শ্লোগান কে সামনে রেখে সিরাজগঞ্জে “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দিনব্যাপী সিরাজগঞ্জ অফির্সাস ক্লাব হল রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের আয়োজনে ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের আর্থিক সহযোগিতা ও তত্ত্বাবধানে সেমিনারে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ন সচিব নাসরীন জাহান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইফতেখার উদ্দিন শামীম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নায়ন ও মানব সম্পদ বিষয়ক ব্যবস্থাপনা) চৌধূরী মো: গোলাম রাব্বী প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ফোরকান শিকদার, সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান  আজাদ রহমান, উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমরুল হোসেন তালুকদার ইমন, তাড়াশ উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মণি, কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, বেলকুচি উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, চৌহালী উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার সরকার মোহাম্মাদ রায়হান, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো: নাজমুল হুসেইন খান,

উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান, রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শামীমুর রহমান, তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান, কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মো: জাহিদ হাসান সিদ্দিকী, বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার এসএম সাইফুর রহমান, চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মুহা: আবু তাহির, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কানিজ ফাতেমা, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক মুহা: মতিয়ার রহমান, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক বজলুল করিম, জেলা তথ্য অফিসার আবুল খায়ের, যুব উন্নয়নের উপ-পরিচালক স্বপন কুমার প্রমূখ।

সেমিনারে সাংবাদিক, বিভিন্ন সরকারি-বেসরকারি কমকর্তা, এনজিও প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্কুল-কলেজের প্রধান, মসজিদের ইমামসহ বিভন্ন দপ্তরের কমকর্তাগণ অংশ নেন। এ অনুষ্ঠান পরিচালনা করেন, সহকারি কমিশনার তানজিলা খাতুন।


এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ