আজকের শিরোনাম :

ফুলবাড়ীতে মাদকসহ আটক ১

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০১৯, ১২:৩৫

ফুলবাড়ী থানার পুলিশ গোপন সূত্রে সংবাদ পেয়ে বেতদিঘী ইউপির মাদিলাহাট এলাকায় ১ লক্ষ ৬০ হাজার টাকার ভারতীয় নিষিদ্ধ ৮ শত পিস এমপল ইনজেকশনসহ ১ জনকে আটক করেন। 

গতকাল শনিবার সন্ধা সাড়ে ৭টায় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম গোপন সূত্রে সংবাদ পেয়ে ফুলবাড়ী থানার এস আই মো. রহিম, এএসআই মো. মিনহাজুল ও এএসআই মো. গোলাম মোস্তফাকে সঙ্গীয় ফোর্স নিয়ে বেতদিঘী ইউপির মাদিলাহাট এলাকার বাজারের রাস্তায় থাকার নির্দেশ দেন। 

মো. হাফিজুল ইসলাম রাস্তায় উঠামাত্র পুলিশ তাকে আটক করে ব্যাগ তল্লাসি চালিয়ে ৪টি পলিথিনে মোড়ানো ৮শত পিস ভারতীয় নিষিদ্ধ এমপল ইনজেকশন উদ্ধার করেন। 

আটককৃত ব্যক্তি হলেন দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার পলি খিয়ার পাড়া গ্রামের মো. আনসার আলীর পুত্র মো. হাফিজুল ইসলাম তার বিরুদ্ধে ফুলবাড়ী থানার এসআই আব্দুর রহিম বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ বি (২) ধারায় মামলা দায়ের করেন। যাহার মামলা নং-৮, তারিখ-১৫/০৬/২০১৯। 

এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান  গোপন সংবাদের ভিত্তিতে ৮ শত পিস ভারতীয় নিষিদ্ধ এমপল ইনজেকশনসহ তাকে আটক করা হয়।

এবিএন/মো. আফজাল হোসেন/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ