আজকের শিরোনাম :

ভোলায় বিজ্ঞান ও প্রযুক্ত মেলার উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০১৯, ১১:৪০

ভোলায় গতকাল শনিবার জেলা পর্যায়ে ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধনকালে জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক, শিক্ষার্থীদের জিপিএ-৫ প্রাপ্তির জন্য চাপ সৃস্টি না করে জ্ঞান বাড়ানোর কাজে বেশি স্বচেস্ট থাকার জন্য অভিভাবকদের আহ্বান জানান। 

তিনি বলেন খেলোয়াড়রা পরীক্ষায় জিপিএ-৫ পেতে পারে। কিন্তু পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কোন শিক্ষার্থী সেরা খেলোয়ার হতে পারে না। তাই শিক্ষার্থীদের খেলার স্থলেই নতুন নতুন বিজ্ঞান প্রোজেক্ট তৈরীতে আগ্রহী করে তুলতে হবে। এত তাদের প্রতিভার বিকাশ ঘটবে। 

এ সময় তিনি ভোলায় নতুন প্রতিষ্ঠিত কালেক্টরেট স্কুলের বিভিন্ন দিকও তুলে ধরেন। এ দিকে উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মো. আতাহার মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, জেলা নাগরিক কমিটির সভাপতি মো. আবু তাহের, অতিরিক্ত জেলা শিক্ষা অফিসার মাধব চন্দ্র দাস, আরটিভি জেলা প্রতিনিধি ও ভোলা ক্ষুদে বিজ্ঞানী সংসদের সভাপতি অমিতাভ অপু প্রমূখ।

উপস্থিত ছিলেন, অধ্যক্ষ খালেদা খানম, টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান, জেলা শিক্ষা অফিসের রিসোর্স পারসন নুরুল্লাহ ছিদ্দিক, ভোলা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ফজলে এলাহী, আবৃত্তি শিল্পী মশিউর রহমান পিংকু, ভোলা থিয়েটারের সম্পাদক অতনু করাঞ্জাই, সিনিয়র শিক্ষক জুড়ান কৃষ্ণ কর্মকার, সহকারী শিক্ষক নিজাম উদ্দিন, সহকারী শিক্ষক নাজমুন নাহার, সহকারী শিক্ষক মো. আশরাফুল আলম, প্রভাষক ফরহাদ হোসেন, সহকারী শিক্ষক কামরুল হাসান, সহকারী শিক্ষক আল-আমিনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। তিন দিনের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় দুইশ ক্ষুদে বিজ্ঞানী তাদের উদ্ভাবিত প্রোজেক্টসহ অংশ নেয়। 

সকালে টাউন কমিটি মাধ্যমিক স্কুল ( বাংলা স্কুল) চত্ত্বরে অনুষ্ঠিত জেলা পর্যায়ের এ মেলার  উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক। মেলায় ৭ উপজেলার প্রথম স্থান অধিকারীরাসহ ২১টি প্রতিষ্ঠান এতে অংশ নেয়। প্রতিষ্ঠানগুলো হচ্ছে বিশেষ গ্রুপে (বিজ্ঞান ক্লাব) ভোলা ক্ষুদে বিজ্ঞানী সংসদ, জুনিয়র গ্রুপে টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়, টবগী মাধ্যমিক বিদ্যালয়, মাছুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়, টাউন উচ্চ বিদ্যালয়, শহীদ জিয়া আর্দশ স্কুল এন্ড কলেজ, দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়, দৌলতখান সরকারি বালিকা বিদ্যালয়, জয়নগর বহুমখি মাধ্যমিক বিদ্যালয়, লালমোহন হামিম রেসিডিন্টসিয়াল একাডেমী, কলেজ পর্যায়ে ভোলা সরকারি কলেজ, শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ, ওয়াদুল হক মহা বিদ্যালয়, নাজিউর রহমান কলেজ, ইলিশা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, নুরনবী চৌধুরী মহাবিদ্যালয়, হামিম বিজ্ঞান ক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা এতে অংশ নেন। 

মেলার প্রথম দিনেই বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও দর্শকরা ভীড় জমান। 

এবিএন/আদিল হোসেন তপু/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ