আজকের শিরোনাম :

রুমায় টেকসই উন্নয়ন বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০১৯, ১৬:৪৮

বান্দরবানে রুমা উপজেলার স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নের লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,সাংবাদিক,শিক্ষক,শিক্ষার্থী,জনপ্রতিনিধি,রাজনৈতিক ব্যক্তিবর্গসহ মোট ৮০জন অংশগ্রহণ করে।

আজ (১৫ জুন) শনিবার দিনব্যাপী রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ে হলরুমে উপজেলা প্রশাসন আয়োজনে গভর্নেন্স ইনোভেশন ইউনিট প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে।

এ আয়োজনে সভাপতিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলার নির্বাহী অফিসার মো: নোমান হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: শফিউল আলম (রাজস্ব) ও উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ, স্বাগত বক্তব্য হিসেবে ছিলেন, রুমা উপজেলা নির্বাহী অফিসার জনাব, শামসুল আলম,বিশেষ অতিথি,বান্দরবান জেলা পরিষদে সদস্য জুয়েল বম ও উপজেলা পরিষদে চেয়ারম্যান উহ্লাচিং মারমা। এ কর্মশালায় পরিচালনা হিসেবে ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জনাব,অঞ্জন চক্রবর্তী।

এ বিষয়ে প্রধান বক্তার মাঝে বলেন, উন্নয়ন লক্ষ্যমাত্রা(এমডিজি) বাস্তবায়নে বাংলাদেশের সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। উন্নয়নের এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী ও তাঁর সরকার জাতিসংঘ ঘোষিত ২০৩০ এজেন্ডা তথা টেকসই উন্নয়ন অভীষ্ট (এমডিজি) এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর।

 এই উদ্দেশ্যকে সামনে রেখে সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে গভর্নেন্স ইনোভেশন ইউনিট(জিআইইউ) নানামুখী কার্যক্রম গ্রহণের ডিজিটাল গ্রাম, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, উদ্ভাবনী বাংলাদেশ বাস্তবায়ন কৌশল,স্থানীয় বাস্তবায়ন,কৃষি ও অগ্রাধিকার ভিত্তিক লক্ষ্য অর্জন বিষয়ের সচেতনার বৃদ্ধি লক্ষ্যের অভিহিত করেন।
 

এবিএন/চনুমং মারমা/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ