পাবনার বেড়ায় বজ্রাপাতে নিহত ৪

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০১৯, ১৯:৫৫

যমুনার চরাঞ্চলে মাঠে কাজ করার সময় একই গ্রামের ৩ জন কৃষক ও এক কিশোরী সহ ৪জন একই স্থানে এবং একই সময়ে বজ্রাঘাতে মারা গেছে। আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে পাবনার বেড়া উপজেলার যমুনা নদীর চরাঞ্চলে মাঠ থেকে চিনা বাদাম তোলার সময় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুল হাই ও স্থানীয় বাসিন্দা আবু দাউদ জানান,উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামের মৃত জিনাত প্রামানিকে ছেলে মান্নান প্রামানিক (৬০), মৃত মনছের মোল্লার ছেলে আনছের মোল্লা (৫২), হবিবুর রহমানের ছেলে আব্দুল ছালাম (৪৮) যমুনা নদীর পূর্ব পাড়ে আকবাক সোয়া চরে চিনা বাদাম তোলার সময় বজ্রাঘাতে নিহত হন। এ সময় চিনাবাদাম তোলা অন্যান্য কৃষকের মধ্যে কয়েক জন সামান্য আহত হয়েছে।

 বাড়ীর গরুর ঘাস কেটে আনার জন্য উপজেলার পুরান ভারেঙ্গা ইউনিয়নের বোরামারা গ্রামের তমছের প্রামানিকের মেয়ে ষষ্ঠ শ্রেনীর ছাত্রী নাসিমা (১২) উক্ত আকবাক সোয়া চরে বাড়ীর গরুর ঘাস কেটে আনতে গিয়ে একই স্থানে বজ্রাঘাতে প্রাণ হারায়। বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাটি মর্মান্তিক এবং অসহায় পরিবারের প্রতি সমবেদনা জানান।
                                                                          

এবিএন/নির্মল সরকার/জসিম/তোহা 

এই বিভাগের আরো সংবাদ