আজকের শিরোনাম :

ভোলায় ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক গণসচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০১৯, ১৩:২১

লায় ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ে গণসচেতনতামূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়। 

গতকাল বৃহস্পতিবার বিকালে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর আয়োজনে এই মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। মহড়ায় দুর্যোগের সময় করণীয় এ বিষয়ে  শিক্ষামূলক  বিভিন্ন  কৌশল এ সময় শিখানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন এর সভাপত্বিতে মাঠ মহড়ায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাসুদ আলম সিদ্দিক। 

এ সময় জেলা প্রশাসক মো. মাসুদ আলম সিদ্দিক বলেন ভোলা একটি দ্বীপ জেলা হওয়ায় প্রতি বছর এই জেলায় বিভিন্ন দুর্যোগ হান দেয়। ফলে অনেক ক্ষয়ক্ষতির সম্মখিন  হতে হয়। তাই দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে এই ধরণের দুযোর্গ মহড়া জনগণকে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান। 

এ সময়  আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহামুদুর রহমান, ভোলা জেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি বিভাগের উপ-পরিচালক মো. শাহাবুদ্দিন মিয়া, ফায়ার সার্ভিস ভোলা এর উপ-সহকারী পরিচালক মো. জাকির হোসেন, ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মো. আজিজুল ইসলাম, ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. কাওছার হোসেন, ভোলা প্রেস কাবের সাধারণ সম্পাদক অমিতাভ রায় অপুসহ আরো অনেকে। 

মহড়া শেষে মহড়ায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার তুলে দেন ভোলা জেলা  প্রশাসক বলেন মো. মাসুদ আলম সিদ্দিক। 

এবিএন/আদিলে হোসেন/গালিব/জসিম 
 
 

এই বিভাগের আরো সংবাদ