আজকের শিরোনাম :

গোপালপুরে বাকপ্রতিবন্ধী মানুষটি পরিবারের কাছে ফিরে যেতে চায়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০১৯, ১২:১২

প্রায় ১ মাস আগে টাঙ্গাইলের গোপালপুর পৌরশহরের এদিক ওদিক ঘুরাঘুরি করতে দেখে বাকপ্রতিবন্ধী সহযোগিতার জন্য এগিয়ে আসেন এক সমাজেসেবক (নাম প্রকাশে অনিচ্ছুক)। 

ওই বাকপ্রতিবন্ধী মানুষটাকে তার পরিবারের কাছে পৌঁছে দিতে প্রতিবন্ধী মানুষটির ইঙ্গিত অনুযায়ী বিভিন্ন দিকে লোকজন দিয়ে পাঠিয়েছেন। 

কিন্তু প্রতিবন্ধী মানুষটি তার স্বজনদের খুঁজে বের করতে না পারায় আজ অব্দি ওই সমাজসেবকের বাড়িতেই পরম যতেœ অবস্থান করছে বাকপ্রতিবন্ধী মানুষটি। সে ‘ম’ শব্দটি ছাড়া আর কিছুই লিখতে পারে। ইঙ্গিতে বাড়িতে তার মা-বাবা, স্ত্রী, ৩ সন্তান রয়েছেন বলে বুঝান। প্রতিনিয়ত তার পরিবারের কাছে ফিরে যেতে ছটফট করছেন। 

ধারণা করা হচ্ছে, ধান কাটার মৌসুমে শ্রমিক দলের সাথে কাজ করতে এসে সে দলছুট হয়ে হারিয়ে গেছে। যদি কেউ তার পরিচয় জানতে পারেন, অনুগ্রহ করে ০১৬১১-২০৮৮২৬ (সাংবাদিক, এ কিউ রাসেল) নম্বরে জানানোর অনুরোধ করা হলো। 

এবিএন/এ কিউ রাসেল/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ