আজকের শিরোনাম :

পেকুয়ায় ছাত্রলীগ নেতার উদ্যোগে চলছে সড়ক সংস্কারের কাজ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০১৯, ১০:৩৯

কক্সবাজারের পেকুয়ায় পথচারীদের ভোগান্তি লাঘবে সড়ক সংস্কার করলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি কফিল উদ্দিন বাহাদুর। এতে যোগাযোগ ভোগান্তি থেকে নিস্তার পেল শিক্ষার্থীসহ তিন হাজার মানুষ। 

উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ফাঁসিয়াখালী ব্রিজ সংলগ্ন সড়কের তিনটি আলাদা অংশে প্রায় ৩০ হাজার টাকা ব্যয়ে এ সংস্কারকাজ করানো হয়। এতে ওই সড়কে চলাচলকারী প্রায় তিন হাজার মানুষের দুর্ভোগ লাঘব হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, চলতি বর্ষা মৌসুমের শুরুতে বৃষ্টির পানিতে ইট, সুরকি সরে গিয়ে নষ্ট হয়ে পড়ে ফাঁসিয়াখালী সড়ক। এতে যান চলাচলসহ পথচারীদের হেঁটেচলা চরমভাবে ব্যাহত হয়েছিল। বন্ধ হয়ে পড়েছিল রাজাখালী ইউনিয়নের সাথে পেকুয়ার যোগাযোগ ব্যবস্থা।

স্থানীয় বাসিন্দা ও পথচারী বজল, আবদুল হক, শাকের, নুরুল আমিন বলেন, সড়কের এ অংশের কাঁদা মাড়িয়ে চলতে বিশেষ করে নারী-শিশুদের দুর্ভোগের অন্ত ছিলনা। ঈদ উপলক্ষে এ ভোগান্তি বেড়েছিল বহুগুণ। গত কয়েকদিনে এ সড়কে দুর্ঘটনার শিকার হয়ে আহত হয়েছেন অন্তত ১০ জন। তাই সাধারণ মানুষের ভোগান্তির কথা চিন্তা করে একই এলাকার বাসিন্দা ও পেকুয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি কফিল উদ্দিন বাহাদুর নিজ উদ্যোগে রাস্তাটি আজ সংস্কার করে দিয়েছেন। তার এ সুন্দর উদ্যোগের জন্য স্থানীয় বাসিন্দা ও পথচারীরা সাধুবাদ জানিয়েছেন।

এ ব্যাপারে পেকুয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি কফিল উদ্দিন বাহাদুর বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে আমি এগিয়ে এসে সড়কটি সংস্কার করেছি। এভাবে সকলে যে যার জায়গা থেকে সমাজের জন্য কাজ করলে সাধারণ মানুষ উপকৃত হবে।  

এবিএন/মুকুল কান্তি দাশ/গালিব/জসিম


 

এই বিভাগের আরো সংবাদ