আজকের শিরোনাম :

নিকলীতে গুণীজন ও সফল পিতা-মাতাকে সম্মাননা প্রদান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০১৯, ১৭:১৩

সম্প্রতি কিশোরগঞ্জ নিকলীতে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। নিকলীর আলো নামের একটি অনলাইন সংগঠনের আয়োজনে এক সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে। শিমুল শফিং কমপ্লেক্সের শহর বানু কমিউনিটি সেন্টার এ সম্মাননা দেওয়া হয়।

মুর্শিদ আলী মাষ্টার এর সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে নিকলীর সন্তান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের (হাইকোর্ট বিভাগ) বিচারপতি মোঃ আমির হোসেন সাহেব প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নোয়াখালি জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাছিনা রৌশন জাহান, বাংলাদেশ কাষ্টম এক্সাইস এন্ড ভ্যাট চট্রগ্রাম এর মহা পরিচালক মো. শফিকুল ইসলাম সাগর ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত যুগ্ম সচিব এ. এইচ.এম লোকমান হোসেন ও নাটোর জেলার অতিরিক্ত চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশিদ নিরব সহ দেশের গুরুত্বপূর্ণ পদালৎকারী এর উপজেলা কৃতি ব্যক্তিত্ব সম্মাননা অনুষ্ঠানের অলংকিত করেন।

উক্ত বক্তব্য রাখেন নিকলী জি.সি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী সিনিয়র শিক্ষক জনাব আব্দুল জব্বার ও আব্দুল করিম স্যার, বরিশাল শেখ হাসিনা সেনা নিবাসের ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ানের লেফটেন্ট্যাট সানজিদা ইয়াসমিন, নিকলী উপজেলা পরিষদের নব্য চেয়ারম্যান এ.এম রুহুল কুদ্দুস ভূইয়া (জনি) এবং ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ।

সংগঠনটি শিক্ষায় সম্মাননা দেন আব্দুল হামিদ হেড মাষ্টার দেশ প্রেম ও মুক্তিযোদ্ধে বীর বিক্রম মতিউর রহমান ক্রীড়া ও সংস্কৃতিতে শৈলেশ দেবনাথকে মরনোক্তর সম্মাননা প্রদান করেন।

এছাড়া নিকলী আরেক সমাজসেবী তরুন উদ্যোক্তা এন.আর. বি ব্যাংক এর পরিচালক এ.এম মামুন চৌধুরী সমাজসেবায় নিকলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব কারার সাইফুল ইসলাম, কবিতা ও সাহিত্য প্রিন্স রফিক খাঁন। উপজেলার সফল পিতা মাতা মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ , মুক্তিযোদ্ধা দেবদাস সাহা, বেলি রানী সাহা, নবী হোসেন, রহিমা জুটিকে এ  সম্মাননা প্রদান করেন।


এবিএন/জয়দেব আচার্য্য/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ