আজকের শিরোনাম :

কিশোরগঞ্জে ভাবিকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদন্ড

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০১৯, ১৬:৫৪

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ভাবিকে কুপিয়ে হত্যার দায়ে দেবর আজহারুল ইসলাম মিলনকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। আজ সোমবার সকালে কিশোরগঞ্জ প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। এসময় আদালতে আসামী উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে ২০১৫ সালের ১৫ জুন সোমবার সকালে আসামী আজহারুল ইসলাম মিলন তার বড়ভাইয়ের স্ত্রী তাসলিমা আক্তারকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে ওইদনই চিকিৎসাধীন অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে মারা যায়। নিহত তাসলিমা আক্তার তিন সন্তানের জননী।

এ ঘটনায় নিহতের বড় ভাই শাহাবুদ্দিন বাদী হয়ে আজহারুল ইসলাম মিলনকে একমাত্র আসামী করে পাকুন্দিয়া থানায় মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ২০১৬ সালে ৮ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার স্বাক্ষীদের সাক্ষ্য ও  যুক্তিতর্ক শেষে বিচারক এ রায় ঘোষণা দেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী আজহারুল ইসলাম মিলন পাকুন্দিয়া উপজেলার মধ্যপাড়া গ্রামের মৃত ছায়ামুদ্দিনের ছেলে।


এবিএন/শাফায়েতুল  ইসলাম/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ