আজকের শিরোনাম :

সুনামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে মামলা তুলে না নেয়ায় ঈদের জামাত পড়তে দেয়নি বাদীকে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০১৯, ১২:২৩

সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষনশ্রী ইউনিয়নের হবতপুর গ্রামে মামলা তুলে না নেওয়ায় আবুল বাশারকে ঈদের জামাত পড়তে দেয়া হয়নি মসজিদে। 

এ ব্যাপারে গতকাল রবিবার জেলা পুলিশ সুপার বরাবর তিনি একটি অভিযোগ দাখিল করেছেন। 

অভিযোগে জানা যায়, হবতপুর গ্রামে বসতবাড়ির সীমানার জায়গা সংক্রান্ত বিরোধ নিয়ে গত ২৬/০৪/০২০১৯ তারিখে চাচা মুক্তার আলীকে রামদা দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করায় একই গ্রামের আশরাফুল আলমের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং-৩৫। এরপর থেকেই ইউপি সদস্য ফখরু মামলা তুলে নিতে হুমকি দেয়। এবং ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। 

এ ছাড়া মামলা না তুললে তার সহযোগী সোহেল মিয়া ও মজিবুল মিয়াকে নিয়ে আমাদেরকে সামাজিকভাবে অবাঞ্চিত  ঘোষণা করে। এই ঘোষণা তাদের আদেশ বলে গত বুধবার সকাল ৮টায় গ্রামের মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করিতে গেলে তারা বল প্রয়োগ করে মসজিদ থেকে বের করে দেয়। তাদের অমানবিক আচারণের কারণে ঈদের নামাজ না পড়তে পারায় ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। 

পুলিশ সুপার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এবিএন/অরুন চক্রবর্তী/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ