আজকের শিরোনাম :

শ্রীমঙ্গলে বন্যপ্রাণী কেন্দ্রে ৩২ টি ডিম দিয়েছে অজগর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০১৯, ১৬:১৫

শ্রীমঙ্গলে অবস্হিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনে পোষা অজগরটি আজ রবিবার ভোররাতে ৩২ টি ডিম পেড়েছে। এবার তৃতীয়বারের মতো অজগরটি ডিম দিল।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনের পরিচালক সজল দেব অজগরের ডিম পারার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রায় ৬০ দিন ডিমে তা দেয়ার পর ডিম ফুটে ছানা বেরিয়ে আসবে।

তিনি আরো জানান, মা অজগরটি এখন ডিমগুলোকে মাঝখানে রেখে কুণ্ডুলি পাকিয়ে ডিমে তা দিচ্ছে। পাশেই পুরুষ অজগরটি সতর্ক দৃষ্টি নিয়ে পাহাড়ায় নিযুক্ত রয়েছে।

সেবা ফাউণ্ডেশন কর্তৃপক্ষ অজগরটির দিকে সতর্ক দৃষ্টি রাখছেন। সেইসাথে প্রয়োজনীয় পরিচর্যা ও দেখভাল করছেন।

অজগরের ডিম ফুটে ছানা বেরিয়ে আসার পর নির্দিষ্ট সময়ে অজগরের ছানাগুলোকে লাউয়াছড়া জাতীয় পার্কে ছেড়ে দেয়ার পরিকল্পনা রয়েছে ফাউণ্ডেশন কর্তৃপক্ষের।


এবিএন/আতাউর রহমান কাজল/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ