আজকের শিরোনাম :

নাসিরনগরে প্রতিপক্ষের ইটের আঘাতে বৃদ্ধ নিহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০১৯, ২০:৫৫

গরু জমির ধান খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার, ফান্দাউক ইউপির, আতোকুড়া গ্রামে প্রতিপক্ষের ইটের আঘাতে  মৃত হাছন আলীর ছেলে ফুল মিয়া (৫৬)  নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

গত ৪ জুন ২০১৯ সকালে গ্রামের লাবু মিয়ার জমিতে প্রতিবেশী আক্কাছ মিয়ার গরু ধান গাছ খেয়ে ফেলে । তা নিয়ে দু’পক্ষের মাঝে সংঘর্ষ হয়। পরে ৩য় পক্ষের মধ্যস্থতায় উভয় পক্ষ ঈদের পরের দিন রাতে চেয়ারম্যানের উপস্থিতিতে শালিসে বসতে সম্মত হয়।

গতকাল (৭ জুন) ২০১৯ রোজ শুক্রবার বিকাল প্রায় ৩ ঘটিকার সময উভয় পক্ষ  দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের ইটের আঘাতে ফুল মিয়া ঘটনা স্থলেই মারা যায়। নিহতের ছেলে মোঃ আব্দুল্লাহ সহ আরো কয়েকজন জানান, আঘাতে ফুল মিয়া  মাটিতে পড়ে গেলে প্রতিপক্ষের কয়েকজন মিলে তার মৃত্যু নিশ্চিত করতে এলোপাথারী কিল, ঘুষি, লাথি মেরে মৃত্যু নিশ্চিত করে।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজেদুর রহমান জানান শুক্রবার রাতে শালিসের কথা ছিল। তার আগেই উভয় পক্ষের সংঘর্ষে ফুল মিয়া নিহত হয়। এলাকার পরিস্থিতি শান্ত। লাশের ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালেপ্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
 
এবিএন/আব্দুল হান্নান/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ