আজকের শিরোনাম :

চিরিরবন্দরে ৩দিনব্যাপি ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০১৯, ১৬:২৬

দিনাজপুরের চিরিরবন্দরে ব্যাপক ভাবগাম্ভীর্য্যরে সাথে মুসলমানদের সর্ব বৃহৎ ধমীর্য় উৎসব ঈদুল ফিতর ৩দিনব্যাপি পালিত হয়েছে। সাধারণ মুসল্লীরা ৩দিন ধরে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। চিরিরবন্দর কেন্দ্রিয় ঈদগাহ্, সুকদেবপুর, নান্দেড়াই, দক্ষিণ পলাশবাড়ি, মেড়াইডাঙ্গা, চম্পাতলী গ্রামের ঈদগাহ্ মাঠে অনেক মুসল্লী ৩০টি সিয়ামপূর্ণ করে আজ ৬ জুন পবিত্র  ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

গত ৪ জুন মঙ্গলবার উপজেলার সাঁইতাড় ইউনিয়নের রাবারড্রাম নামক স্থানে সৌদি আরবের সাথে মিল রেখে কিছু মুসল্লী পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। সারাদেশের ন্যায় গত ৫ জুন বুধবার উপজেলায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। এ নিয়ে  চিরিরবন্দর উপজেলায় ৩দিন ধরে মুসলমানদের সর্ব বৃহৎ ধমীর্য় উৎসব ঈদুল ফিতরের নামাজ আদায় হলো।  

অপরদিকে, চিরিরবন্দর কেন্দ্রিয় ঈদগাহ্, সুকদেবপুর, নান্দেড়াই, দক্ষিণ পলাশবাড়ি, মেড়াইডাঙ্গা, চম্পাতলী গ্রামের ঈদগাহ্ মাঠে অনেক মুসল্লী ৩০টি সিয়ামপূর্ণ করে আজ ৬ জুন পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। চাঁদ দেখাকে নিয়ে বিভ্রান্তির কারণে তারাবির সলাত আদায় ও সাহরী খাওয়ার কারণে তাঁরা সারাদেশের ন্যায় ৫ জুন ঈদুল ফিতরের নামাজ আদায় করেননি। তাঁরা ৩০টি সিয়ামপূর্ণ করে ঈদুল আজ ৬ জুন বৃহস্পতিবার ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।

 বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে মেড়াইডাঙ্গা ঈদগাহ্ মাঠে। এতে ইমামতি করেন মাও. নাজমুল হক হামদানী এবং চিরিরবন্দর কেন্দ্রিয় ঈদগাহ্ মাঠে ইমামতি করেন অধ্যক্ষ মাও. আব্দুল হান্নান। তারা জানান, চাঁদ দেখা নিয়ে বিভ্রান্তির কারণে আমরা তারাবির সলাত আদায় করি এবং সাহারী খেয়ে সিয়াম পালন করি। তাই আমরা ৩০টি সিয়ামপূর্ণ করে আজ ৬ জুন পবিত্র  ঈদুল ফিতরের নামাজ আদায় করলাম।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারেসুল ইসলাম ৩দিন্যাপি মুসলমানদের সর্ব বৃহৎ ধমীর্য় উৎসব ঈদুল ফিতর পালিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।


এবিএন/রফিকুল ইসলাম/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ