আজকের শিরোনাম :

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০১৯, ১৭:৫৬

ফরিদপুর সদর উপজেলায় পবিত্র ঈদুল ফিতরের দিন সকাল বেলাতেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৬ জন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ২৫ জন।

গতকাল বুধবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ধুলদী রেলগেট এলাকায় একে ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে এই হতাহতের ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে নিহতেদের মধ্যে বাসের ড্রাইভার ও হেলপার রয়েছে বলে জানা গেছে।  

ফরিদপুরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল আলম দুলাল জানান সকাল পৌনে ৭টার দিকে একে ট্রাভেলসের একটি বাস ঢাকা থেকে ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল।

ধুলদী রেলগেট এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। ঘটনাস্থলেই  ৪ জন নিহত হন।

এ সময় আহতদের উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আরো ২ জন মারা যান। আহতদের মধ্যে ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ দিকে আহত অবস্থায় পাচঁ বছরের একটি শিশু উদ্ধার করা হয়েছে তাকে তার মায়ের কাছে পৌছে দেওয়া হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা নুরুল আলম দুলাল।

দুর্ঘটনার পর মহাসড়কে সকল ধরণের যানচলাচল বন্ধ রয়েছে। এতে ঘড় ফেরা মানুষের চরম দুভোর্গের মধ্যে পড়তে হচ্ছে।  

এবিএন/কে এম রুবেল/গালিব/জসিম

 

 

এই বিভাগের আরো সংবাদ