আজকের শিরোনাম :

পারের অপেক্ষায় ৮০০ যান

শিমুলিয়ায় ঘরমুখো যাত্রীর চাপ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০১৯, ১২:১৭

দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে আজ ভোর থেকেই ঈদে ঘরমুখো যাত্রীদের চাপ বেড়েছে। মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে সকাল সাড়ে ৮টার ছোট-বড় আট শতাধিক যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় ছিল।

সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুল আলিম জানান, ঈদ উপলক্ষে ৩টি রো রো ফেরিসহ মোট ১৮টি ফেরি যানবাহন ও যাত্রী পারাপার করছে।

তিনি বলেন, আজ ভোর থেকেই ঘাটে ঈদে ঘরমুখো যাত্রীদের চাপ বেড়েছে। ফেরিগুলো যানবাহন ও যাত্রী পারাপারে নিয়মতান্ত্রিকভাবে চলাচল করছে। এখন পর্যন্ত ঘরমুখো যাত্রীদের নিয়ে সহস্রাধিক যানবাহন ফেরি পার হয়েছে।

যানবাহনের মধ্যে প্রাইভেটকার ও মাইক্রোবাসের সংখ্যা বেশি বলে জানায় ঘাট কর্তৃপক্ষ।

ফেরি ছাড়াও ৮৭টি যাত্রীবাহী লঞ্চ ও পাঁচ শতাধিক স্পিডবোট এ নৌপথে যাত্রী পারাপার করছে।

চাঁদদেখা সাপেক্ষে আগামীকাল বুধবার সারাদেশে ঈদ উদযাপিত হতে পারে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ