আজকের শিরোনাম :

সাপাহারে ভিক্ষুক পূনর্বাসন ও ঔষধ বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০১৯, ১৫:৩৫

নওগাঁর সাপাহার সদর ইউনিয়ন পরিষদে ২০ জন ভিক্ষুকদের পূনর্বাসন, সদরের গুরুত্বপূর্ন স্থানে ১৪ টি ডাস্টবিন এবং ৩ টি কমিউনিটি ক্লিনিকে ৩০ হাজার টাকার ঔষধ বিতরণ করা হয়েছে।

আজ সোমবার বেলা ১১টায় সদর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী।

 সদর ইউপি চেয়ারম্যান আকবর আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা: রুহুল আমিন। এ সময় সেখানে সকল ইউপি সদস্য, গণ্যমাণ্য ব্যক্তিবর্গগণ সহ অনেকেউ উপস্থিত ছিলেন।

জনপ্রতি ভিক্ষুকের মাঝে ৩টি ছাগল, ৮ টি হাঁস, ৮টি মুরগি, ১টি ছাগল ঘর, ১টি মুরগির ঘর দেওয়া হয়েছে। সদরের গুরুত্বপূর্ন ১৪টি স্থানে ডাস্টবিন এবং ৩ টি কমিউনিটি ক্লিনিকে ৩০ হাজার টাকার ঔষধ দেওয়া হয়েছে।
 

এবিএন/নয়ন বাবু/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ