আজকের শিরোনাম :

লাউয়াছড়ায় সারাদেশের সাথে ৮ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০১৮, ১৩:৩০

শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৮ মে, এবিনিউজ : ভানুগাছ রেলস্টেশনের মধ্যবর্তী লাউয়াছড়া পাহাড়ে ঝড়ে রেললাইনের উপর গাছ পড়ায় বৃহত্তর সিলেটের সাথে সারাদেশের রেল যোগোযোগ বন্ধ হয়ে যায়।

শ্রীমঙ্গল রেলস্টেশনের কর্তব্যরত সহকারি স্টেশন মাষ্টার মো. সাখাওয়াত হোসেন জানান, অাজ ভোর রাত ৪.২৫ মিনিটে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন শ্রীমঙ্গল ছেড়ে যাবার পর ২৯৫/৪-৫ রেল কিলোমিটারে লাউয়াছড়া পাহাড়ে রেললাইনে ঝড়ে গাছ পড়ায় ট্রেনটি অাটকা পড়ে।

পরে শ্রীমঙ্গল থেকে রেলকর্মীরা ঘটনাস্হলে পৌছে গাছ অপসারনের পর সকাল ১০.২৫ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এসময় ৬ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

এদিকে ট্রেন চলাচল স্বাভাবিক হবার পর ঢাকাগামী কালনী এক্সপ্রেস শ্রীমঙ্গল স্টেশনের অদুরে ভাড়াউড়া চা-বাগান এলাকায় এসে সকাল ১০.১৫ মিনিটে  ২৯৩/০-১ কিলোমিটারে লাইনের উপর গাছ পড়ায় ট্রেন চলাচল অাবারও বন্ধ হয়ে যায়। পরে রেল কর্মীরা গাছ অপসারনের পর দুপুর সোয়া ১২টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এসময় দুই দফায় মোট ৮ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

এসময় ঢাকাগামী জয়ন্তিকা ভানুগাছ স্টেশনে,সিলেটগামী জালালাবাদ এক্সপ্রেস শ্রীমঙ্গলে, কুশিয়ারা এক্সপ্রেস সাতগাঁও স্টেশনে অাটকে ছিল দীর্ঘ সময়। ফলে নারী ও শিশুসহ যাত্রীরা দুর্ভোগে পড়েন।

এবিএন/অাতাউর রহমান কাজল/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ