আজকের শিরোনাম :

দুস্থদের ঈদসামগ্রী ও নগদ অর্থ দিল রোটারী ক্লাব অব কালীগঞ্জ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০১৯, ১৪:৫৮

ঝিনাইদহের কালীগঞ্জে ১৫০ গরিব দুস্থের মধ্যে ঈদসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। 

আজ শনিবার সকালে রোটারী ক্লাব অব কালীগঞ্জের আয়োজনে শহরের নেছা শপিং মলের দ্বিতীয় তলায় এসব ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন সংগঠনের নেতারা।
  
এ উপলক্ষে এক আলোচনাসভার আয়োজন করা হয়। রোটারী ক্লাব অব কালীগঞ্জের সভাপতি নাজমুল হুদা ডিলাক্সের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জোন কো-অর্ডিনেটর গিয়াশ উদ্দীন খান ডালু। 

এ সময় উপস্থিত ছিলেন, এ্যাসিস্টেন্ট গভর্নর মুরাদ হোসেন, রোটারী ক্লাব অব কালীগঞ্জের সেক্রেটারি অধ্যক্ষ মশিয়ার রহমান, রোটারিয়ান ফিরোজ, তুহিন, রাশেদীন, পারভেজ, স্বপন, রবীন্দ্রনাথ ভদ্র, রূপালী, টুটুল প্রমুখ। 

সংগঠনের সভাপতি নাজমুল হুদা ডিলাক্স জানান, রোটারি ক্লাব অব কালীগঞ্জ প্রতি বছর গরিব দুস্থদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করে আসছে। এ বছর ১৫০ জন গরিব দুস্থের মধ্যে চাল, সেমাই, দুধ, সাবান, তেলসহ বিভিন্ন ঈদ সামগ্রী ও নগদ ২শ করে তুলে দেয়া হয়। ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য রোটারী ক্লাব অব কালীগঞ্জ প্রতিবছর এ কর্মসূচি পালন করে আসছে। 

এবিএন/যবনিকা/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ