আজকের শিরোনাম :

পাটুরিয়া ফেরিঘাটে গণপরিবহনের তুলনায় ব্যক্তিগত গাড়ির চাপ বেশি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০১৯, ১৪:০৩

ঈদের আগে সরকারি কর্মদিবস আর একদিন বাকি থাকলেও ঈদযাত্রা শুরু হয়ে গেছে।  এরইমধ্যে দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২১ জেলার অন্যতম প্রবেশদ্বার পাটুরিয়া ফেরিঘাটে যানবাহনের ভিড় দেখা যাচ্ছে। তবে এসব যানবাহনের মধ্যে প্রাইভেটকারের সংখ্যাই বেশি।

আজ শুক্রবার (৩১ মে) সকালের দিকে দেখা গেছে দূরপাল্লার যাত্রীবাহী বাসের চাইতে ছোট গাড়ি, যেমন প্রাইভেটকার, মাইক্রোবাসের চাপ বেশি। পাটুরিয়া ফেরিঘাটের (৫ নম্বর ঘাটে) দেখা গেছে, ছোট গাড়ির লম্বা লাইন। ঘণ্টার পর ঘন্টা  অপেক্ষা  করে ফেরিতে উঠার সুযোগ পাচ্ছে গাড়িগুলো। যানবাহনের চাপ বাড়ায় ফেরিঘাটে সারিবদ্ধভাবে  ফেরিতে ওঠার টিকিট নিতে হচ্ছে। অন্যান্য বছরের তুলনায় এবার পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের পাশাপাশি গোয়েন্দা পুলিশের নজরদারি জোড়দার করা হয়েছে। যে কারণে ফেরিতে যাতায়াতের নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার সুযোগ নেই।  

ঘাট এলাকায় কথা হয় নড়াইলগামী মাইক্রেবাস বাসের যাত্রী মাহবুব হাসানের সঙ্গে। তিনি জানান, ‘রাজধানী ঢাকার উত্তরা থেকে প্রাইভেটকারে করে পাটুরিয়া ফেরি ঘাটে এসেছি সকাল ১০টার দিকে। দুপুর ১২টার দিকেও টিকিট পাইনি। তবে আর ৫/৬টি গাড়ির পরেই টিকিট পাবো। আমার মতো যেহেতু আরও শত শত যানবাহন ঘাটে ফেরি পার হতে এসেছে একটু অপেক্ষা তো করতেই হবে।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার  আজমল হোসেন জানান, ‘শুক্রবার সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত ছোট গাড়িই পার হয়েছে প্রায় ৬০০। এছাড়া গত ২৪ ঘণ্টায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুট হয়ে ফেরিতে করে সাড়ে ছয় হাজারের মতো বিভিন্ন ধরনের যানবাহন পারাপার হয়েছে। যা স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ।’

বিআইডব্লিউটিসি পাটুরিয়া ফেরিঘাটের ফেরি মেরামতের ভাসমান কারখানার নির্বাহী প্রকৌশলী এনামুল হক অপু জানান, ‘ফেরি বহরে ১০টি রো-রো (বড়) ফেরি , সাতটি ইউটিলিটি ফেরি ও একটি কে টাইপ ফেরি পাটুরিয়া-দৌলতদিয়া রুটে চলাচল করছে। আরও একটি রো-রো ফেরি বহরে সংযোজন করা হবে।’

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ