আজকের শিরোনাম :

উলিপুরে প্রায় ৮০ হাজার হতদরিদ্র পরিবার পেল ভিজিএফ‘র চাল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০১৯, ১৭:২৬

কুড়িগ্রামের উলিপুরে ঈদ উল ফিতর উপলক্ষে ৭৯ হাজার ৩‘শ ৫৬ জন  হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ‘র চাল বিতরণ কায়ক্রম শুরু হয়েছে। উপজেলার ১টি পৌরসভাসহ ১৩ টি ইউনিয়নের এসব হতদরিদ্র পরিবারের মাঝে ১৫ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার হাতিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ভিজিএফ’র চাল বিতরণকালে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান বিএম আবুল হোসেন, ইউপি সচিব হারুনুর রশিদ সরকার, ট্যাগ অফিসার তৌহিদুল ইসলাম, শিক্ষক হাবিবুর রহমানসহ ইউপি সদস্যবৃন্দ। গত বুধবার উপজেলার দূর্গাপুর ইউনিয়নে ভিজিএফ কার্যক্রমের উদ্বোধন করেন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের।

এছাড়া উলিপুর পৌরসভায় ৩ হাজার ৮১জন, থেতরাই ইউনিয়নে ৫ হাজার ২’শ ২৪ জন, দলদলিয়া ইউনিয়নে ৫ হাজার ৫০ জন, দূর্গাপুর ইউনিয়নে ৭ হাজার ৪’শ ৮২ জন, পান্ডুল ইউনিয়নে ৫ হাজার ৫৩ জন, বুড়াবুড়ি ইউনিয়নে ৭ হাজার ২’শ ২২ জন,

ধরনীবাড়ী ইউনিয়নে ৬ হাজার ১’শ ১ জন, ধামশ্রেনী ইউনিয়নে ৮হাজার ৮’শ ৩১ জন, গুনাইগাছ ইউনিয়নে ৬ হাজার ১’শ ৭৮ জন, বজরা ইউনিয়নে ৬ হাজার ৮’শ ৫৬ জন, তবকপুর ইউনিয়নে ৭ হাজার ৭’শ ৪ জন, বেগমগঞ্জ ইউনিয়নে ৩ হাজার ৭’শ ৮৩ জন ও সাহেবের আলগা ইউনিয়নে ৪ হাজার ৪’শ ৭০ জনের মাঝে চাল বিতরণ করা হবে।
 

এবিএন/আব্দুল মালেক/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ