আজকের শিরোনাম :

আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর কারাদন্ড

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০১৮, ১৩:০২

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া), ০৭ জুন, এবিনিউজ : আখাউড়ায় মাদক বিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালত শহীদুল (১৮) নামে এক মাদক বিক্রেতাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে।

দন্ডপ্রাপ্ত শহীদুল মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর গ্রামের হান্নান মিয়ার ছেলে। আদালত পরিচালনা করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ শামছুজ্জামান।

জানা গেছে, বিজিবি ২৫ ব্যাটালিয়ন অধিনায়ক লেফ: কর্ণেল শাহ আলীসহ বিজিবি সদস্যদের সহায়তায় সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মিনারকোট গ্রামে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এসময় ৫০ পিস ইয়াবাসহ শহীদুলকে আটক করা হয়।

আটককৃত মাদক বিক্রেতা শহীদুলকে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ৯১ (১) এর ৯ (ক) ধারায় এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে। অনাদায়ে আরও ১৫ দিন বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

এ ব্যাপারে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান বলেছেন, মাদকবিরোধী অভিযান অব্যহত থাকবে।

এবিএন/হান্নান খাদেম/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ