আজকের শিরোনাম :

কসবায় জেনেটিস মুক্ত স্কাউট গ্রুপের প্রশিক্ষণ অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০১৯, ১৪:৪৮

কসবা উপজেলার জেনেটিক কম্পিউটার একাডেমী মুক্ত স্কাউট গ্রুপের দীক্ষা অনুষ্ঠান আজ বৃহস্পতিবার (৩০ মে) গাম্ভির্যের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ স্কাউটস, কসবা উপজেলা সম্পাদক মো. নজরুল ইসলাম চৌধুরী। 

জেনেটিক কম্পিউটার একাডেমী মুক্ত স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাতা ও সম্পাদক মো. অলিউল্লাহ সরকার অতুল এর পরিচালনায় দীক্ষা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গ্রুপের সহকারী ইউনিট লিডার মো. আকরাম ভুইয়া ও মো. হাসন মিয়া, সিনিয়র উপদল নেতা মো. সামিউল হাসান সামি, উপদল নেতা মো. সারোয়ার আলম মাহি, মেরাজুল আশেক মেরাজ, আরহাম মাহমুদ। 

গ্রুপের ইউনিট লিডার অতুলের পরিচালনায় সকাল ৯টা থেকে শুরু হয়ে ক্রমান্নয়ে ১২ পর্যন্ত ৭ জনকে দীক্ষা প্রদান করা হয়। দীক্ষা প্রার্থীরা হলো, অভিজিৎ কুমার ঘোষ, মোবারত হোসেন নাবিল, ইমতিয়াজ আখন্দ ইফতি, সিরাজুম মুনির অন্তিক, মো. রায়হান, মো. অন্তর, মো. শাহিল।

দীক্ষা অনুষ্ঠান পরিচালনাকারী নব-দীক্ষিত ৭ জনকে বাংলাদেশ স্কাউটসের সদস্য ব্যাজ এবং প্রধান অতিথি গ্রুপের ব্যাজ পরিয়েদেন। 

পরে প্রধান অতিথি উপজেলার রোট ক্যাম্পের উদ্বোধন করেন এবং কিছু সময় রাস্তায় গাড়ি নিয়ন্ত্রণে রাখার কাজে নিয়জিত ছিলেন।

এবিএন/মো. অলিউল্লাহ সরকার অতুল/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ