আজকের শিরোনাম :

বেড়ায় ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০১৯, ১৩:৫০

পাবনার বেড়ায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে উপজেলার ৯টি ইউনিয়নের দুস্থ, গরীব ও অসহায় পরিবারগুলোকে বিশেষ ভিজিএফ কর্মসূচীর আওতায় খাদ্যশস্য বিতরণ করা হচ্ছে।

বেড়া উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্রে মতে, বেড়া উপজেলার ৯টি ইউনিয়নের অসহায়, দুস্থ ও গরীব ১৩ হাজার ৫শ পরিবারের মাঝে ১৫ কেজি হারে মোট ২শ ২ দশমিক ৫ মে. টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। 

উপজেলার হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নে ২৪শ পরিবারের মধ্যে ৩৬ মে. টন, কৈটোলা ইউনিয়নের ৮শ পরিবারের মাঝে ১২ মে. টন, রুপপুর ইউনিয়নের ১৩শ ৬৮টি পরিবারের মধ্যে ২০ দশমিক ৫ মে. টন, চাকলা ইউনিয়নে ১৩ মে. টন ৮শ ৬৬টি পরিবারের মাঝে, নতুন ভারেঙ্গা ইউনিয়নের ১৫শ ৩৩টি পরিবারের মাঝে ২ মে. টন, পুরান ভারেঙ্গা ইউনিয়নের ৮শ ৩৩টি পরিবারের মধ্যে ১২ দশমিক ৫ মে. টন, জাতসাকিনী ইউনিয়নে ৩ হাজার ১শ ৬৭টি পরিবারের মধ্যে ৪৭ দশমিক ৫ মে. টন, মাসুমদিয়া ইউনিয়নের ১৪শ ৬৬টি পরিবারের মাঝে ২২ মে. টন ও ঢালারচর ইউনিয়নের ১ হাজার ৬৭টি পরিবারের মধ্যে ১৬ মে. টন চাল বিতরণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। 

উপজেলার অধিকাংশ ইউনিয়ন আজ থেকে ভিজিএফর চাল বিতরণ শুরু করেছে।

এবিএন/নির্মল সরকার/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ