আজকের শিরোনাম :

লালপুরে চালককে গুলি করে অটো ছিনতাই

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০১৯, ১২:৪১

নাটোরের লালপুরে গতকাল মঙ্গলবার (২৮ মে) বিকেলে অটো চালককে গুলি করে ব্যাটারী চালিত অটো ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 

উপজেলার অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের সম্ভাব্য স্থান আঙ্গারিপাড়ায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে উপজেলার আঙ্গারিপাড়া থেকে দুর্বৃত্তরা অটো চালক হারুনের পায়ে গুলি করে অটো নিয়ে পালিয়ে যায়। আহত অটোচালককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে উপজেলার কুজিপুকুর গ্রামের নূর হোসেনের ছেলে। ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের সম্ভাব্য স্থান আঙ্গারিপাড়া নির্জন ফাকা স্থান ও দুপাশে আখ ক্ষেত হওয়ায় ইতিপূর্বেও বেশ কয়েকটি ছিনতাইয়ের  ঘটনা ঘটেছে এখানে। এজন্য ইউনিয়ন পরিষদ ভবনটি এখানে তৈরি হলে নিরাপত্তা নিয়ে এলাকাবাসীর মধ্যে রয়েছে শঙ্কা।

অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আঙ্গারিপাড়া নির্জন ফাকা স্থান ও দুপাশে আখ ক্ষেত হওয়ায় এখানে ইতিপূর্বেও বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। জনসম্পৃক্ত এলাকা না হওয়ায় এখানে ইউপি ভবন নির্মাণ করলে জনসাধারণ মারাত্মক শঙ্কার মধ্যে পড়বে। 

এজন্য এ ইউনিয়নবাসীর দাবি জনসম্পৃক্ত এলাকা অর্জুনপুরে ইউপি ভবন নির্মাণের আরেকটি স্থান নির্ধারণ করা আছে। এখানে ইউপি ভবনটি নির্মাণ করলে সর্ব সাধারণ নিশ্চিন্তে ও নিরাপদে যাতায়াতসহ ইউনিয়ন পরিষদের সকল সেবা নিতে পারবেন।

এ ব্যাপারে লালপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল বলেন, ‘খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তদন্ত চলছে, দোষীদের সনাক্ত করে অবশ্যই আইনের আওতায় আনা হবে। 

এবিএন/মোয়াজ্জেম হোসেন/গালিব/জসিম


 

এই বিভাগের আরো সংবাদ