আজকের শিরোনাম :

শ্রীমঙ্গলে সাড়ে ৬ ফুট দৈর্ঘ্যরে শঙ্খিনি সাপ উদ্ধার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০১৯, ১০:৫৯

শ্রীমঙ্গলে সাড়ে ৬ ফুট দৈর্ঘ্যরে একটি বিষাক্ত শঙ্খিনি  সাপ উদ্ধার করেছে স্থানীয় বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশন। 

গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে সাপটি উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনে নিয়ে আসা হয়।

শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনের পরিচালক সজল দেব জানান, গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে সাপটি শহরতলির পুর্বাশা আবাসিক এলাকার একটি বাসায় ঢুকে পড়ে। পরে স্থানিয়রা বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনের পরিচালক সজল দেবকে মোবাইল ফোনে খবর দেন।

পরে সজল দেব ঘটনাস্থলে পৌছে সাপটিকে উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনে নিয়ে আসেন। সাপটিকে এখন সেবা ফাউণ্ডেশনের একটি খাঁচায় রাখা হয়েছে। 

সজল দেব জানান, সুবিধাজনক সময়ে সাপটিকে লাউয়াছড়া জাতীয় পার্কে ছেড়ে দেয়া হবে।

এবিএন/আতাউর রহমান কাজল/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ