আজকের শিরোনাম :

গোবিন্দগঞ্জে ধানের ন্যায্য মূল্যের দাবিতে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০১৯, ১০:২৪

ইউনিয়ন পর্যায়ে ক্রয় কেন্দ্র খুলে লাভজনক দামে কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গোবিন্দগঞ্জ উপজেলা কমিটির উদ্যোগে গত রবিবার বিকেলে গোবিন্দগঞ্জ শহরের থানা মোড়ে অনুষ্ঠিত হয়েছে। 

গোবিন্দগঞ্জ উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মিহির ঘোষ, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য নারী নেত্রী প্রতিভা সরকার ববি, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক অশোক আগরওয়াল, রঞ্জু মিয়া, যুবনেতা রানু সরকার, তাহমীদ চৌধুরী প্রমূখ। 

বক্তারা অবিলম্বে ইউনিয়ন পর্যায়ে ক্রয় কেন্দ্র খুলে সরাসরি কৃষকের কাছ থেকে ১০৪০ টাকা দরে ধান ক্রয়ের ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোড় দাবি জানান। 

এ সময় বক্তারা ব্যর্থ কৃষিমন্ত্রী ও খাদ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। তারা সরাসরি ধান ক্রয়ের জন্য গাইবান্ধা প্রশাসন এখন পর্যন্ত কোন উদ্যোগ না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন। 

এবিএন/আরিফ উদ্দিন/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ