আজকের শিরোনাম :

সিংড়ায় চামারী ও চৌগ্রাম ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০১৯, ২১:০৫

নাটোরের সিংড়া উপজেলার চামারী ও চৌগ্রাম ইউনিয়ন পরিষদের ২০১৯-২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০ দিকে চামারী ইউনিয়ন পরিষদের হলরুমে উন্মুক্ত বাজেট অধিবেশনে ১ কোটি ৫৪ লাখ ৩৮ হাজার ৭৫৬ টাকা, ব্যয় ১ কোটি ৪৬ লাখ ২৯ হাজার ৭৫৬ টাকা, উদ্বৃত্ত ৮ লাখ ৯ হাজার টাকা বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান মো রশিদুল ইসলাম মৃধা।

এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আঃ জব্বার, আব্দুল মালেক, রমজান আলী নিরব,আরিফুল  ইসলাম, হাবিবুর রহমান, ফারুক আহমেদ  মহিলা ইুউপি সদস্য মোছাঃ শামীমা বেগম, ফরিদা খাতুন, সুফিয়া বোগমসহ স্থানীয়  আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ নেতাকর্মী ও গণ্যমান্য ব্যাক্তি বর্গ। বাজেট অনুষ্ঠান পরিচালনা করেন প্যানেল চেয়ারম্যান মোছাঃ ফরিদা খাতুন । ইউপি সচিব মোঃ মনির হোসেন বলেন,এ বাজেটে শিক্ষা,স্বাস্থ্য, যোগাযোগ, নারী ও প্রতিবন্ধী, কৃষি উন্নয়নসহ নানা বিষয়কে বেশী গুরুত্ব দেওয়া হয়েছে।

এদিকে দুপুর ১২ টায় চৌগ্রাম ইউনিয়ন পরিষদে দুই কোটি ২৬ লক্ষ ১৮ হাজার ২৫১ টাকার বাজেট ঘোষনা করেন, ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম ভোলা। উপস্থিত ছিলেন, ইউপি মেম্বার শহিদুল ইসলাম, প্রভাষক ইসাহক আলী পান্না , রবিউল ইসলাম রবি, ইউনিয়ন  যুবলীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম সুমন, ইউপি সচিব মুকুল কুমার প্রামানিকসহ সকল ইউপি সদস্য, মহিলা মেম্বার ও গন্যমাণ্য ব্যক্তিবর্গ।
 

এবিএন/রাকিবুল ইসলাম/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ