আজকের শিরোনাম :

সিরাজগঞ্জে কালোবাজারীর সময় ৬২ বস্তা ভিজিএফ চাল উদ্ধার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০১৯, ১৯:২৭

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় কালোবাজারীর সময় হাতে নাতে ৬২ বস্তা ভিজিএফ চাল উদ্ধার করলেন ইউএনও। উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দু:স্থ্য ও অসহায় ব্যাক্তিদের মাঝে  ভিজিএফ চাল বিতরণের জন্য তাড়াশ পৌর এলাকার ২ নং ওর্য়াড কাউন্সিলর বকুল হোসেনকে ৬৯ বস্তা চাল বরাদ্দ দেয়া হয়।

আজ সোমবার উপজেলা পরিষদ চত্বরে ওই ভিজিএফ চাল বিতরণের উদ্বোধনের পরেই অভিযুক্ত কাউন্সিলর বকুল হোসেন মাত্র ৭ বস্তা চাল বিতরন করে বাকি ৬২ বস্তা চাল কালোবাজারিতে বিক্রি করে দেয়। এমন খবর পেয়ে ওই চাল আটক করা হয়। জব্দকৃত চাল তাড়াশ খাদ্য গুদামে রাখা হয়েছে। এ চাল পরবর্তীতে যাচাই বাছাই করে প্রকৃত দুঃস্থ অসহায়দের তালিকার মাধ্যমে বিতরণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।
 

এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ