আজকের শিরোনাম :

গোবিন্দগঞ্জে নির্ধারিত মূল্যে ধান ক্রয়ের দাবিতে কৃষকদের বিক্ষোভ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০১৯, ১৫:০১

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কৃষক বাঁচাও দেশ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে সরকারের নির্ধারিত মূল্যে কৃষকের নিকট থেকে সরাসরি ধান ক্রয়ের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল রবিবার দুপুর ২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ থানা চৌরাস্তায় ঘন্টাব্যাপি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন, সিপিবি গাইবান্ধা জেলা শাখার সভাপতি মিহির ঘোষ, সিপিবি জেলা নেত্রী প্রতিভা সরকার ববি, গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অশোক কুমার আগরওয়ালা, কৃষক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম রঞ্জু, যুব ইউনিয়ন নেতা রানু সরকার ও ক্ষেতমজুর সমিতি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ওয়াহেদুন্নবী মিলন প্রমূখ। 

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কিন্তু কৃষক উৎপাদিত পণ্যের সরকারের নির্ধারিত মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের যোগসাজসে ধানের মৌসুমে মিল-চাতাল মালিক সিন্ডিকেটের মাধ্যমে ধান ক্রয় করে থাকে। ফলে কৃষক তার ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য না পাওয়ায় কৃষকদের লোকসান গুণতে হচ্ছে। 

বক্তারা কৃষককে বাঁচাতে সরকারের নির্ধারিত মূল্যে ধান ক্রয়ে সংশ্লিষ্টদের কাছে জোর দাবি জানান।

এবিএন/তাজুল ইসলাম প্রধান/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ