আজকের শিরোনাম :

ফুলবাড়ীয়ায় রাস্তা পাকা করে কথা রাখলেন ইউপি চেয়ারম্যান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০১৯, ১৪:১৩ | আপডেট : ২৭ মে ২০১৯, ১৪:২৮

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের দাওশা পীরগঞ্জ বাজারের মাঝখান দিয়ে যাতায়াতের রাস্তাটির দীর্ঘদিনের কাদামাটি সড়িয়ে হেরিং বন্ডের মাধ্যমে কষ্ট লাঘব করেছেন ইউপি চেয়ারম্যান ময়েজ উদ্দিন তরফদার। 

বহুদিনের পুরানো বাজার কাদায় একাকার হয়ে থাকতো। ইউপি চেয়ারম্যান ময়েজ উদ্দিন তরফদার নির্বাচিত হওয়ার আগে স্থানীয়দের দাবির প্রেক্ষিতে উক্ত কাচা রাস্তাটি পাকা করে দিলেন।

ইউপি সচিব মো. ইদ্রিস আলী জানান, ২০১৭-১৮ অর্থ বছরের এলজিএসপি-৩ প্রকল্পের দক্ষতা বৃদ্ধির অর্থায়ন হতে দাওশা পীরগঞ্জ বাজারে ৮২৭ ফুট রাস্তা ৯ লাখ ৭৩ হাজার টাকা ব্যয়ে হেরিং বন্ড করার সিদ্ধান্ত গৃহিত হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী উক্ত বাজারে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

স্থানীয় শতবর্ষীয় হাজী নইম উদ্দিন বলেন, বাবারে বুঝমান হওয়ার পর থেকে দেখতাছি একটু বৃষ্টি হলেই এই বাজারে পেক (কাদা) ভরে যায়, ভাগ্য ভালো মরণের আগেই দেইখা গেলাম রাস্তাটা ভালো হইল। ময়েজ আরও কয়েকবার চেয়ারম্যান হক দোয়া করি।

ভ্যান চালক আইয়ুব আলী বলেন, আমরা গরিব মানুষ, আমরা চাই রাস্তা হোক। আগে কত কষ্ট করে ভ্যান চালাইতাম এখন আগের মত কষ্ট করতে হবে না। আ. জলিল বলেন, পীরগঞ্জ বাজারে আইলে বাড়ীতে গিয়া কাপড় পাল্টাইন লাগতো, এইরহম কাদা আছিল।

ইউপি চেয়ারম্যান ময়েজ উদ্দিন তরফদার, অনেক বাধা-বিপত্তির পরও নির্বাচনী ওয়াদা অনুযায়ী রাস্তাটি করতে সক্ষম হয়েছি। এতে স্থানীয়দের দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে।   

এবিএন/হাফিজুল ইসলাম স্বপন/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ