আজকের শিরোনাম :

বড়াইগ্রামে হাইওয়ে পুলিশের ওপেন ডে হাউজ পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০১৯, ১৩:৪৩

নাটোরের বড়াইগ্রামে সড়ক নিরাপত্তা, সড়ক পরিবহন আইন, মহাসড়কে চলাচলের কলাকৌশল বিষয়ে ধারণা প্রদান ও পরামর্শ গ্রহণের লক্ষ্যে ওপেন ডে হাউজ অনুষ্ঠিত হয়েছে। 

আজ রবিবার সকালে উপজেলার বনপাড়া বাইপাস মোড়ে বনপাড়া হাইওয়ে পুলিশ এর আয়োজন করে।

স্থানীয় মোটরচালক, শ্রমিক, কুলি-মজুর, রিক্সা, ভ্যান, সিএনজি চালিত অটোরিক্সা চালক, সুধী, সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন বনপাড়া হাইওয়ে থানার সদ্যযোগদানকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন, পুলিশ সার্জেন্ট সরওয়ার হোসেন, এসআই মাহফুজুর রহমান, চালক সাজেদুল ইসলাম, পরিবহন শ্রমিক আব্দুর রহমান, সাংবাদিক আশরাফুল ইসলাম প্রমূখ।

সভায় আসন্ন ঈদুল ফিরতে মহাসড়কের যাত্রা নির্বিঘœ করতে দেশের সর্বাধিক দুর্ঘটনা প্রবন বনপাড়া-হাটিকুমুল মহাসড়কে পুলিশের টহল জোরদার করার সিদ্ধান্ত হয়। একই সাথে ঈদ যাত্রায় কোন যাত্রী যেন কোন প্রকার হয়রানির স্বীকার না হয় সেদিকে সংশ্লিষ্টদের সজাগ থাকার আহ্বান করা হয়। 

বনপাড়া হাইওয়ে থানা গঠনের পর এই প্রথম ওপেন ডে হাউস অনুষ্ঠিত হলো।

এবিএন/আশরাফুল ইসলাম/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ