আজকের শিরোনাম :

নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০১৯, ১৩:১২

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে বন্যহাতির আক্রমণে মাছাউ মারমা (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

আজ রবিবার (২৬ মে) ভোর ৪টায় সোনাইছড়ির হেডম্যান পাড়ার এ ঘটনা ঘটে।

নিহত মাছাউ মারমা উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ড হেডম্যান পাড়ার বাসিন্দা মৃত হ্লারী মারার সন্তান।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ রবিবার ভোরে খামার বাড়িতে যাওয়ার পথে হেডম্যান পাড়ার দক্ষিণ পার্শ্বে বিলের মাঝখানে এই বন্যহাতির আক্রমণের শিকার হন। স্থানীয়রা কাজে যাওয়ার সময় লাশ পড়ে থাকতে দেখে তার আত্মীয়-স্বজন ও পুলিশকে খবর দেন। 

খবর পেয়ে সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল থেকে নিহত মাছাউ মার্মার লাশ উদ্ধার করেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, লাশের আশেপাশে অসংখ্য হাতির পায়ের চিহ্ন রয়েছে। তাছাড়া ওই পথে বন্য হাতির নিয়মিত যাতায়াত রয়েছে তাই নিশ্চিত হওয়া যাচ্ছে হারি আক্রমণেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, হাতির আক্রমণে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ফাঁড়িতে আনার পর আত্মীয়-স্বজনের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।

সোনাইছড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রতি মাসে কয়েকবার বন্যহাতির আক্রমনের শিকার হয়ে আহত ও নিহতের ঘটনা ঘটে। 

এ ছাড়াও বসতবাড়ি ভাংচুর, ক্ষেত-খামার নষ্ট, এমনকি সোনাইছড়ি ইউনিয়ন পরিষদে বন্য হাতি আক্রমণ চালিয়ে পরিষদের রক্ষিত চেয়ার-টেবিলসহ মালামাল নষ্ট করেন।

এবিএন/মোহাম্মদ আব্দুর রহিম/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ