আজকের শিরোনাম :

ফরিদপুরে গাজীরটেক ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০১৯, ১২:৩০ | আপডেট : ২৪ মে ২০১৯, ১২:৫৫

ফরিদপুরের চরভদ্রাসনে গতকাল বৃহস্পতিবার বিকেলে গাজীরটেক ইউনিয়নের ২০১৯-২০২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। 

উক্ত পরিষদ চত্ত্বরে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা।

উপস্থিত সকলকে ২ কোট ৯৯ লক্ষ ৬ হাজার ৩ শত টাকা আকারের বাজেট পড়ে শোনান সভার সভাপতি ও উক্ত পরিষদের চেয়ারম্যান মো. ইয়াকুব আলী। এতে ব্যয় ধরা হয়েছে ২ কোট ৯৬ লক্ষ ৯৪ হাজার ২ শত ৩৩ টাকা এবং উদ্বৃত্ত ২ লক্ষ ১২ হাজার ৬৭ টাকা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইউনিয়ন পরিষদের কার্যক্রম কার্যকর ও জবাবদিহীমূলক করায়  উন্মুক্ত বাজেট ঘোষণার যথেষ্ট গুরুত্ব রয়েছে। এর ফল স্বরুপ    জনগুরুত্বপূর্ণ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের পথ সুগম হয়। যার সুবিধা ভোগ করে ঐ ইউনিয়নের জনগণ।    
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম, বাবুল হোসেন, সাবেক ইউপি সদস্য সুলতান ফকির, শিক্ষক মো. সোহরাব উদ্দীন, জালাল উদ্দীন, সাংবাদিক আবুল কালাম, সাংবাদিক আবদুস সবুর কাজল।

সভা শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।  

এবিএন/কে এম রুবেল/গালিব/জসিম
 
 

এই বিভাগের আরো সংবাদ