আজকের শিরোনাম :

শ্রীমঙ্গলে মসলা মিল থেকে চা-পাতাসহ আটক ৩

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০১৯, ১০:৫৬

শ্রীমঙ্গলে একটি মসলা মিল থেকে ভেজাল চা-পাতা উৎপাদন করার সময় ৪২ বস্তা ভেজাল চা-পাতাসহ তিন জনকে আটক করেছে ডিবি পুলিশ।
 
গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে শহরের সোনার বাংলা রোডের বিপ্লবের মসলা মিল থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় মিলের মালিক বিপ্লব পাল পালিয়ে যায়।

আটককৃতরা হলো, উজ্জল তাঁতি (২০), উজ্জল কাহার (৩৫) ও  মিলন মিয়া (২১)।

মৌলভীবাজার ডিবি পুলিশের ইন্সপেক্টর বিনয় ভুষন রায় জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এডিশনাল এসপি হেড কোয়ার্টার ও মৌলভীবাজার জোনের ইনচার্জ তানজিলা সিদ্দিকার নেতৃত্বে ডিবি ইন্সপেক্টর বিণয় ভূষন রায়সহ একদল ডিবি পুলিশ বিপ্লবের মসলা মিলে অভিযান চালায়। 

এ সময় মিলে প্রবেশের গেইট বন্ধ করে ফ্যাক্টরির ভিতরে বাগানের কাটিং করা পরিত্যক্ত শুকনো চা-পাতা তারা ক্রাশিং করছিলো। ডিবির উপস্থিতি টের পেয়ে মিলের মালিক পালিয়ে গেলেও তিন কর্মচারীকে আটক করা হয়। এ সময় ক্রাশিং করা ২০ কেজির ২০ বস্তা আর ক্রাসিং ছাড়া শুকনো পাতা ৩৫ কেজির ২২ বস্তা চা পাতা জব্দ করা হয়।

বিপ্লবের মসলা মিলে নোংরা পরিবেশে ভেজাল চা পাতা উৎপাদন করে বাজারজাত করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে সাইনবোর্ডবিহীন মসলা মিলটিতে অভিযান চালিয়ে ৪২ বস্তা ভেজাল  চা পাতা জব্দ করা হয় বলে ডিবি পুলিশ জানিয়েছে। 

এবিএন/আতাউর রহমান কাজল/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ