আজকের শিরোনাম :

কাপাসিয়ায় জমি সংক্রান্ত বিরোধে শিক্ষককে প্রাণ নাশের হুমকি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০১৯, ১০:০২

জমি সংক্রান্ত বিরোধের জেরে গাজীপুরের কাপাসিয়া উপজেলার বেলাশী ফাযিল ডিগ্রি মাদরাসার ইংরেজি শিক্ষক শরীফ মিয়াকে প্রাণ নাশের হুমকি দিয়েছে স্থানীয় দুবৃর্ত্তরা। গত ১২ মে গভীর রাতে শিক্ষকের বাড়ীর দক্ষিণ ভিটা পুড়িয়ে দুই লক্ষাধিক টাকার ক্ষতি সাধণ করেছে।  

শরীফ মিয়া নরসিংদী জেলার বেলাব উপজেলার ওয়ারী গ্রামের সৈয়দ নুরুল ইসলামের ছেলে। 

এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার শরীফ মিয়া বাদী হয়ে ওই এলাকার আমীর হোসেনসহ ৭ জনের জনের বিরুদ্ধে নরসিংদী সিনিয়র জুডিশিয়াল আদলাতে মামলা দায়ের করেছেন। 

বাদীর আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ নবীতুল্লাহ জানান, ন্যায় বিচারের স্বার্থে শরীফ মিয়া বাদী হয়ে নরসিংদী আদালতে সাত জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধে দীর্ঘদিন ধরে একই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আমীর হোসেন, আলম মিয়া, সাহাব উদ্দিনের ছেলে নজরুল ইসলাম, রমিজ উদ্দিনের ছেলে ইন্তাজ উদ্দিন, আ. রশিদের ছেলে মফিজ উদ্দিনগং শিক্ষক শরীফ মিয়ার সাথে শত্রুতা করে আসছে। 

শরীফ হোসেনের পরিবার পরিজন নিয়ে গাজীপুরের কাপাসিয়া কর্মরত থাকায় কিছু দিন আগে ওই দুর্বৃত্তরা তাঁর নরসিংদীর পৈত্রিক ভিটায় আগুণ দিয়ে পুড়ে ফেলে। এতে দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়। এর আগেও দুর্বৃত্তদের নামে একাধিক মামলা (সি আর নং ১০৯) রয়েছে বলে জানান শিক্ষক শরীফ। 

শিক্ষক শরীফ হোসেন জানান, দুর্বৃত্তরা আমাকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবি করছে। আমার পরিবার ভয়ভীতির মাঝে অবস্থান করছে। এর আগে তাদের বিরুদ্ধে মামলা করলে আমার কোনো ক্ষতি না করার অঙ্গীকার করেও আমার ১২টি গাছ কর্তন করে ফেলে। আমি আইনগত ব্যবস্থা নিয়েছি। 

অভিযুক্তদের সাথে কথা বলে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধে একাধিকবার গ্রাম্য শালিশ করে কোনো সমাধানে পৌছতে পারিনি। 

এবিএন/নুরুল আমীন সিকদার/গালিব/জসিম 
 

এই বিভাগের আরো সংবাদ